ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উপজেলা নির্বাচনে সিলেটে নৌকা ৭, স্বতন্ত্র ৫

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উপজেলা নির্বাচনে সিলেটে নৌকা ৭, স্বতন্ত্র ৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১২ উপজেলার ৭ উপজেলায় জয় পেয়েছে আওয়ামী লীগ। আর ৫ উপজেলায় জয়ী হয়েছে স্বতন্ত্র তথা বিদ্রোহীরা।

সোমবার সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম ঘোষিত ফলাফল:

সিলেট সদর উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের আশফাক আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনারস প্রতীকের মাজহারুল ইসলাম ডালিম।

দক্ষিণ সুরমা উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবু জাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দলেরই বিদ্রোহী ময়নুল ইসলাম।

বিশ্বনাথ উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের এস এম নুনু মিয়া বিএনপির সোহেল আহমদকে পরাজিত করেছেন।

বালাগঞ্জ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের মোস্তাকুর রহমান (নৌকা) । তিনি হারিয়েছেন বিএনপির আবদালকে।

গোলাপগঞ্জে ইকবাল আহমদ চৌধুরী নৌকা প্রতীকে জয়ের দেখা পান। কানাইঘাটে বিদ্রোহী মোস্তাক আহমদ পলাশকে হারিয়েছেন আওয়ামী লীগের নৌকার আব্দুল মোমিন চৌধুরী। জকিগঞ্জে নৌকা নিয়ে জয় পেয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী।

এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী শাহ মুজিবুর রহমান জকনকে হারিয়ে জয় পেয়েছেন বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম (কাপ পিরিচ) । একই ভাবে বিয়ানীবাজারে নৌকার আতাউর রহমানকে হারিয়েছেন বিদ্রোহী আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), জৈন্তাপুরে নৌকার লিয়াকত আলীকে হারিয়েছেন বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ (ঘোড়া), গোয়াইনঘাটে নৌকার গোলাম কিবরিয়া হেলালকে হারিয়েছেন বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ (মোটরসাইকেল) এবং কোম্পানীগঞ্জে নৌকার জাহাঙ্গির আলমকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী শামীম (আনারস) ।



রাইজিংবিডি/ সিলেট/ ১৯ মার্চ ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়