ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভূমি অফিসের ঝাড়ুদারের হাতে মার খেলেন জমির মালিক

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমি অফিসের ঝাড়ুদারের হাতে মার খেলেন জমির মালিক

জামালপুর সংবাদদাতা : জামালপুর সদরে জমির খারিজ করতে এসে ভূমি অফিসের ঝাড়ুদারের হাতে মারধরের শিকার হলেন জমির মালিক রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

চার মাস আগে ওই কার্যালয়ের অস্থায়ী ঝাড়ুদার মো.লিটন মিয়া খারিজ করে দেওয়ার কথা বলে রাশেদুল ইসলামের কাছ থেকে চার হাজার টাকা নেন। জমির খারিজ না হওয়ায় চার মাস ধরে ওই ঝাড়ুদারের পিছু পিছু ঘুরতে হচ্ছে তাকে। 

রাশেদুল মঙ্গলবার সকালে ভুমি অফিসে আসলে তার কাছে উল্টো টাকা দাবি করে লিটন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদুলকে ভূমি অফিসের বারান্দা থেকে কিলঘুষি মারতে মারতে প্রধান সড়কে নিয়ে যায় লিটন।

রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মারধরের বিষয়টি ওই অফিসের অনেক লোকজনই দেখেছেন। আমি গরিব মানুষ দেখে কি এর বিচার পাবো না ?’

অভিযোগ অস্বীকার করে লিটন মিয়া বলেন, ‘আমি অফিসের কিছু খরচ নিয়েছি। ডিসিআর কাটতে সরকারি ফি লাগে, সেটাই নিয়েছি। তার কাছ থেকে অতিরিক্ত টাকা নেইনি।’

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি খোঁজ খবর ও উভয় পক্ষের বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/জামালপুর/১৯ মার্চ ২০১৯/সেলিম আব্বাস/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়