ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মানসিকভাবে প্রস্তুত’ খেলোয়াড়দের বিশ্বকাপে চান মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানসিকভাবে প্রস্তুত’ খেলোয়াড়দের বিশ্বকাপে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন বিশ্বকাপের দল নির্বাচনে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স তেমন প্রভাব রাখবে না বলেই মনে করেন মাশরাফি বিন মুর্তজা। নির্বাচকদের থেকে ‘মানসিকভাবে প্রস্তুত’, এমন খেলোয়াড়দের বিশ্বকাপ দলে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলাদেশের বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত। একটি-দুটি পজিশনে দুই-তিনজন খেলোয়াড় নিয়েই যত আলোচনা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেই আছেন উল্লেখযোগ্য বেশ কয়েকজন পারফরমার। আপাতত সবার আগে আসছে এনামুল হক বিজয়ের নাম। শেষ তিন ম্যাচে তিন সেঞ্চুরি করে বিজয় আছেন আলোচনায়।

তবে বিবেচনায় আসবেন কি না, সেটাই প্রশ্ন। সেই তালিকায় আছে ফরহাদ রেজার নামও। বিপিএল, ডিপিএল টি-টোয়েন্টির পর ঢাকা লিগেও ফরহাদ রেজা ব্যাটে-বলে পারফরম্যান্স করে যাচ্ছেন। কিন্তু তাদের পারফরম্যান্স অন্তত বিশ্বকাপের জন্য বিবেচনায় আনছেন না মাশরাফি। অধিনায়কের ভাবনার কারণটাও স্পষ্ট।

মঙ্গলবার মিরপুরে মাশরাফি বলেছেন, ‘আসলে আমি ঢাকা লিগ নিয়ে তেমন একটা কনসার্ন না। কারণ এখানে অনেকবার আমি দেখেছি, যে মানুষ দিনের পর দিন সেঞ্চুরি হাঁকিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে স্ট্রাগল করেছে। উইকেট বলেন, ইন্টেন্ড বলেন...ক্রিকেটের ইন্টেন্ড বলেন- এগুলো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি তো না! তবে ঢাকা লিগে কিছুটা আছে। বিপিএলেও আছে। তবে টুর্নামেন্টটি তো ওয়ানডে ফরম্যাটে হবে।’

‘এখানে (ঢাকা লিগ) অনেকে রান করে ওখানে (আন্তর্জাতিক ক্রিকেট) স্ট্রাগল করে। আবার এখানে উইকেট পেয়ে ওখানে স্ট্রাগল করছে। সুতরাং আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত কি না এবং এটার সাথে সে খেলায় নির্দিষ্টভাবে কী করছে, সেটা গুরুত্বপূর্ণ।’

‘আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মানসিক খেলা। এই এক দেড় মাসে আপনি এখানে ৫-৬ উইকেট পেয়েও ওখানে গিয়ে স্ট্রাগল করতে পারেন। তাই মানসিকভাবে কতটা তৈরি, সেটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের দল নির্বাচনে মাশরাফির কোনো হাত নেই। মাশরাফি নির্বাচক প্যানেলের অংশও নন। অধিনায়ক হিসেবে নির্বাচক প্যানেলের থেকে তার একটাই চাওয়া- মানসিকভাবে ফিট খেলোয়াড়।

‘আমি এই নির্বাচনের অংশে নেই অবশ্যই। আগেও পরিষ্কার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন, তারা পারফর্ম করে আসছে কি না সেটি বিষয় না। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।’

‘এখানের পারফরম্যান্স আমি আগের-পরের কথা টেনে এনে বলছি যে, এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে গিয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে।’

‘এই কারণে আমি বলছি যে, মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার ওপরে অনেক কিছু নির্ভর করবে। মানসিকভাবে প্রস্তুত মানে আপনিও প্রস্তুত। সেটাই আমি বোঝাতে চাচ্ছি আসলে। তবে যারা রান করছে বা ভালো করছে সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে যে, কারা যাবে আর কারা যাবে না’- বলেন মাশরাফি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়