ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

লিলের মাঠে বড় হারে অপেক্ষা বাড়ল পিএসজির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিলের মাঠে বড় হারে অপেক্ষা বাড়ল পিএসজির

ক্রীড়া ডেস্ক: ফরাসি লিগ ওয়ান পয়েন্ট টেবিলে প্যারিস সেইন্ট জার্মেইর ধারে কাছেও নেই কোনো দল। দ্বিতীয় স্থানে থাকা লিলের সঙ্গে যেই ব্যবধান; গতকাল মাত্র এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের। কিন্তু সেই লিলের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শিরোপার অপেক্ষা দীর্ঘ হলো থমাস টুখেলের দলের।

লিগ ওয়ানের লড়াইয়ে গতকাল পিএসজিকে নিজেদের মাঠে স্বাগত জানায় লিল। ওই লড়াইয়ে শক্তিশালী পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। গত ম্যাচে স্ত্রাসবুরের মাঠে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল পিএসজি। এবার হারল বড় ব্যবধানে। ফলে গত দুই ম্যাচে জয় বঞ্চিত হল ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ডান দিক থেকে ফরাসি ফরোয়ার্ড ইকোনের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মুনিয়ের। তবে ম্যাচের ১১ মিনিটেই পাল্টা জবাব দেয় পিএসজি। ডান দিক থেকে কিলিয়ান এমবাপের বাড়ানো বল বাঁ পায়ের কোনাকুনি শটে জাল পাঠান হুয়ান বের্নাত।

চোটের কারণে পিএসজির দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মুনিয়ের প্রথমাধেই মাঠ ছাড়লে রক্ষণে দুর্বলতা বাড়তে থাকে সফরকারীদের। এছাড়া ৩৬তম মিনিটে আরও বড় ধাক্কা খায় দলটি। লিলের নিকোলাসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার বের্নাত।

ম্যাচের ৫১ মিনিটে লিলকে এগিয়ে দেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড নিকোলাস। ছয় মিনিটের ব্যবধানে আরও দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে পিএসজি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লিগ ওয়ানে গত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৫তম মিনিটে গোল পান ফরাসি ফরোয়ার্ড জোনাতঁ বম্বা। ৭১তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-১ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। আর ৮৪তম মিনিটে পিএসজির জালে শেষ বারের মতো বল পাঠান পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে।

লিগে এ হারের পর ৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৬৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে লিল রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়