Breaking News
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩.৯৩
X
ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪২৬, ১৭ জুলাই ২০১৯
Risingbd
সর্বশেষ:

নগরকান্দায় পথচারীদের উপর বাস, গৃহবধূ নিহত

মো. মনিরুল ইসলাম টিটো : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৯-০৪-১৫ ৩:১৭:৪৫ পিএম     ||     আপডেট: ২০১৯-০৪-১৫ ৩:১৭:৪৫ পিএম
নগরকান্দায় পথচারীদের উপর বাস, গৃহবধূ নিহত
Voice Control HD Smart LED

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা সীলাবাড়ি সেতুর কাছে পথচারীদের উপর দিয়ে বাস তুলে দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন গৃহবধূ। আহত হয়েছেন আরো দুই পথচারী।

নিহত গৃহবধূর নাম রাফেজা বেগম (৩৫) । আহত দুই পথচারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সকাল ১১ টার দিকে চাঁদহাট-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া পথচারীরা তালমা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নগরকান্দার চাঁদহাট থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা যুবরাজ পরিবহন নামের লোকাল বাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে পথচারীদের উপর তুলে দিলে ঘটনাস্থলেই রাফেজার মৃত্যু হয়। এঘটনায় আরো দুই পথচারী আহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে সড়কটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে নগরকান্দা থানা থেকে পুলিশ দুই ঘন্টা পর সড়কটি অবরোধমুক্ত করেন।

নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিরাজ হোসেন জানান, ঘটনার পর দ্রুত ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।রাইজিংবিডি/ ফরিদপু /১৫ এপ্রিল ২০১৯/ মো. মনিরুল ইসলাম টিটো/টিপু

Walton AC
ইউটিউব সাবস্ক্রাইব করুন
       

Walton AC
Marcel Fridge