ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মুকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় আউট সোর্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা যুব উন্নয়নের ফ্রি ল্যান্সিং (আউট সোর্সিং) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মল্লিক সাঈদ মাহবুব।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষিত যুবকরাই দেশের সম্পদ । তাদেরকে ভালো উদ্যোক্তা হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে ভালো অভ্যাসগুলোকে আকড়ে ধরতে হবে, তাহলেই একটি সার্থক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘বর্তমান বিশ্বে ফ্রি ল্যান্সিং অত্যন্ত চাহিদা সম্পন্ন ও সম্মানিত একটি পেশায় পরিণত হয়েছে। এই পেশায় যারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিচালক মো. আব্দুল কাদের, প্রশিক্ষক মো. মোতালেব হোসেন প্রমুখ।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৬ এপ্রিল ২০১৯/মুকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়