ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুতুবদিয়ায় জলদস্যুদের গোলাগুলিতে নিহত ২

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুতুবদিয়ায় জলদস্যুদের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোররাত সাড়ে ৪ টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী দরবার শরিফ সংলগ্ন বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

নিহতরা আবদুল করিম ও কালু। তারা দুজন পেকুয়া উপজেলার বাসিন্দা এবং চিহ্নিত জলদস্যু।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাতে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে বেড়িবাঁধের উপর দুজনের গুলিবিদ্ধ মরদেহ দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/২৬ এপ্রিল ২০১৯/শাহেদ/রুবেল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়