ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরগুনায় গণধর্ষণের আসামি আলমগীর র‌্যাবের হাতে আটক

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৮, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনায় গণধর্ষণের আসামি আলমগীর র‌্যাবের হাতে আটক

পটুয়াখালী সংবাদদাতা: বরগুনার বেতাগী থানার পুটিয়াখালী স্লুইজ ঘাটে গণধর্ষণের অন্যতম আসামি আলমগীর হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঘটনার পর থেকেই পলাতক ছিল গণধর্ষণের অন্যতম দুই আসামি আলমগীর ও মো. মানিক। ঢাকা থেকে এলাকায় ফেরার পথে গোপন সূত্রের সংবাদে মঙ্গলবার ভোর রাতে মির্জাগঞ্জ উপজেলার তোফলাখালী এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পটুয়াখালীর র‌্যাব-৮।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এএসপি সোয়েব আহম্মেদ খান মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, বরগুনা বেতাগির আলোচিত গণধর্ষণের অন্যতম এই দুই আসামির একজন মানিককে গত ১০ মে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর সদস্যরা। এবার পলাতক আসামি আলমগীরও গ্রেপ্তার হলো। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। ঘটনার পর তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বেতাগী থানার পুটিয়াখালী স্লুইজ ঘাট এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পহেলা মে ধর্ষিতার চাচাতো ভাই বাদী হয়ে বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।




রাইজিংবিডি/ পটুয়াখালী/১৫ মে ২০১৯/বিলাস দাস/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়