ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শিশু হাসপাতালের কমন বাথরুমের ভেতর থেকে তিন থেকে চার দিন বয়সি জীবিত একটি নবজাতক (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। রাতে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের কমন বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর দর্শনার্থী ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান। পরে নবজাতটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ওয়ার্ড মাস্টার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে বলে জানান ওসি জানে আলম।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়