ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শিশুটিকে দত্তক নিতে চান অনেকে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশুটিকে দত্তক নিতে চান অনেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে থানায় ফোন করছেন শত শত মানুষ।

বুধবার দুপুরে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম রাইজিংবিডিকে বলেন, ‘নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত শিশুটিকে কেউ নিজের বলে দাবি করেনি। শিশুটিকে দত্তক নিতে আমাদের মোবাইলে শত শত ফোন আসছে। সকাল থেকে আমি নিজেই ১০০-এর বেশি ফোন রিসিভ করেছি। তবে আদালতের আদেশে যা করার তা করা হবে। সেক্ষেত্রে আদালতই শিশুটিকে দত্তক দেবেন।’

শিশুটির বাবা-মাকে খুঁজতে মঙ্গলবার রাতে ডিসি-তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। এর পর থেকে অনেকে ফোন করছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য। অনেকে ফেসবুক পোস্টের নিচেই দত্তক নেওয়ার জন্য নাম-ঠিকানা দিয়ে রাখছেন। পুলিশ তার বাবা-মাকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার শিশু হাসপাতালের শৌচাগারে এক নবজাতককে পড়ে থাকতে দেখেন রোগীর স্বজনরা। পরে ওয়ার্ড মাস্টারকে জানানো হয়। শেরেবাংলা নগর থানা পুলিশের তত্ত্বাবধানে শিশুটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়