ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৬ আসামির মাল ক্রোকের আদেশের তারিখ ২৭ জুন

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৬ আসামির মাল ক্রোকের আদেশের তারিখ ২৭ জুন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দার পুলে আগুন লাগিয়ে কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় আদালত হাজির না হওয়া ২৬ আসামির মাল ক্রোকের আদেশ জারির পরবর্তী তারিখ আগামী ২৭ জুন ধার্য করা হয়েছে। খালেদা জিয়া অন্য মামলায় জেলে থাকায় তার পক্ষে আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

বুধবার কুমিল্লা জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এ আদেশ দেন। খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এসআই নূরুজ্জামান হাওলাদার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করেন। পরবর্তীতে এজাহার ও এজাহারবহির্ভূত আরো কয়েকজনের মধ্যে মোট ২৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 



রাইজিংবিডি/কুমিল্লা/১৫ মে ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়