ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ধর্ষণ প্রতিরোধে ট্রাইব্যুনাল করে বিচার চান নাসিম

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ষণ প্রতিরোধে ট্রাইব্যুনাল করে বিচার চান নাসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক : ধর্ষণ প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রতিদিন নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যার মতো ঘটনা ঘটছে। এসব আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে?’

‘নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যার মতো সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে, তাই তাদের অপরাধগুলো কমে আসে।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত যখন ব্যর্থ হয়, তখন গভীর ষড়যন্ত্র চলে। আজ আমরা আশ্বস্ত হতাম যদি বিএনপি বিরোধীদল হিসেবে থাকতো। ভয় ওখানে, বিএনপি এখন ছিন্নভিন্ন হয়ে গেছে। তাদের জোট ছিন্নভিন্ন হয়ে গেছে।’

আলোচনা সভায় প্রাক্তন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী  কবরী উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মে ২০১৯/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়