ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন মোশাররফ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন মোশাররফ

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : ভারতের নির্বাচন থে‌কে শিক্ষা নিতে সরকারের প্র‌তি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শ‌নিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য ক‌রে মোশাররফ বলেন, ‘আপনারা সবসময় ভারত-ভারত করেন। অথচ ভারতের কাছ থেকে নির্বাচনের পদ্ধতি শেখেন না। ভারতের গণতন্ত্রের দিকে তাকান। তাদের কাছ থেকে গণতন্ত্র শিখুন।’

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে তি‌নি বলেন, ‘আমি ভারতের জনগণকে অভিনন্দন জানাই এই কারণে যে, তারা তাদের নিজের ভোট দিতে পেরেছে। আর মোদীকে অভিনন্দন জানাই তিনি ক্ষমতায় থেকেও একটি সুষ্ঠু নির্বাচন করেছেন।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপ‌তি প্রয়াত জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন ক‌রে জাতীয়তাবাদী নাগরিক।

আ‌ন্দোল‌নের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মোশারফ বলেন, 'আন্দোলন করতে হবে। ত‌বে শুধু বললে হবে না, আন্দোলন করে দেখাতে হবে। আর এ আন্দোলন করতে হলে আমাদের নেতা-কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহ‌লে আন্দোলন সফল হ‌বে।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৫ মে ২০১৯/‌রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়