ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে যাত্রী নিহত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় বাস খাদে পড়ে যাত্রী নিহত

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে খাদে পড়ে মোকাদ্দেস হোসেন (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাড়কের খোকসার শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাদ্দেস হোসেন খোকসার কমলাপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। তিনি নৌবাহিনীর সিভিল এভিয়েশনে কর্মরত ছিলেন।

আহত যাত্রী ঝন্টু ইসলাম জানান, কুষ্টিয়া থেকে পদ্মা গড়াই পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১ ৪৮৪৪) বাস খোকসার শিমুলিয়া এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকাদ্দেস হোসেন মারা যান।

ঝন্টু আরো জানান, খারাপ রাস্তায় চালাক বাসটি খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। যাত্রীরা অনেকবার তাকে সাবধান করেছিল। কিন্তু সে কোনো কথা শোনেনি।

খোকসা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালককে আটক করা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফফারা তাসনীন জানান, দীর্ঘদিনেও সড়কটির সংস্কার কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। এটা খুবই দুঃখজনক।’



রাইজিংবিডি/কুষ্টিয়া/১২ জুন ২০১৯/কাঞ্চন কুমার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়