ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী আটক

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে একজন জাল সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকারীকে আটক করেছে র‌্যাব।

আটক আবু তাহের (৫২) সিলেট মহানগরের বিমানবন্দর থানার পশ্চিম চৌকিদেখীর ইলামকান্দির মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার কাছ থেকে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত দুটি সিপিইউ, কয়েকটি জাল জাতীয় পত্র এবং দুটি সিলও উদ্ধার করা হয়েছে।

সাথী এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয় রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানান, ‘দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র তৈরির মাধ্যমে জালিয়াতি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন আবু তাহের।’

তাকে রাতেই মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





রাইজিংবিডি/ সিলেট/ ১৭ জুন ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ