ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে ২ আইনজীবীর সদস্যপদ স্থগিত

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ২ আইনজীবীর সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : একটি মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে সিলেট আদালত চত্বরে আইনজীবীদের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় অ্যাডভোকেট মাছুম বিল্লাহ চৌধুরী ও অ্যাডভোকেট একরামুল হক শিরু’র সদস্যপদ স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে জেলা আইনজীবী সমিতি থেকে তাদের সদস্যপদ স্থগিত করা হয়। সদস্যপদ স্থগিত হওয়ায় তারা মামলা পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ।

তিনি এও জানান, বারের শৃংখলা ভঙ্গ ও পেশাগত অসদাচরণের দায়ে তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সমিতির সাধারণ সভা আহ্বান করা হবে।

আদালত সূত্র জানায়, দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা তিন আসামি জামিন নিতে হাজির হলে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়।

পরে আদালতের বাইরে তারা হাতাহাতিতে লিপ্ত হন। এরপর জরুরি সভায় এ দুই আইনজীবীর সদস্যপদ স্থগিত করা হয়। তারা দুজনই আসামিপক্ষের আইনজীবী ছিলেন।



রাইজিংবিডি/সিলেট/১৭ জুন ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়