ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাতিয়ায় শীর্ষ জলদস্যু গ্রেপ্তার

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়ায় শীর্ষ জলদস্যু গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ আশপাশের এলাকার নদীপথের ত্রাস শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

সকাল ৯টায় নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে হাতিয়া কোস্টগার্ডের লেফটেন্যান্ট এম হামিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ফরিদ কমান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে। তিনি নদীপথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালীর সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




রাইজিংবিডি/নোয়াখালী/১৮ জুন ২০১৯/মাওলা সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়