ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তামিমের ১০ হাজার রান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের ১০ হাজার রান

তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : পি. সারা ওভালের ধারাভাষ্য কক্ষ থেকে আতাহার আলী খান, ‘তামিম ওয়ান শর্ট অফ ফ্রম হিস টেন থাউজেন্ড রান ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। আ হিউজ মোমেন্ট ফর হিম এস ওয়েল এস বাংলাদেশ।’

বেশ উচ্ছ্বাস নিয়ে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আতাহার আলী খান তামিমের দশ হাজার রানের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তামিম তাকে হতাশ করেন মাত্র ১ রানের জন্য। বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল যখন ৮২ রানে আউট হন তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৯৯৯৯। মাত্র ১ রানের জন্য শততম টেস্টের বড় মঞ্চে হাজার রান পূর্ণ হয়নি দেশসেরা ওপেনারের।

তবে এবার আর অপেক্ষায় রাখেননি। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের রান দশ হাজার অতিক্রম করেছে। সুরঙ্গা লাকমালের বলে অনসাইডে বল পাঠিয়ে ২ রান নিয়ে দশ হাজার রান অতিক্রম করেন তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক ছুঁলেন তামিম। টেস্ট ক্রিকেট তামিম ইকবালের রান ৩ হাজার ৬৭৭, ওয়ানডেতে ৫ হাজার ১২৯ (এ রিপোর্ট লেখা পর্যন্ত) এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ২০২।

তামিমের পর নয় হাজারি ক্লাবের একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ৯ হাজার ২৮৮। মুশফিকুর রহিম রয়েছেন তৃতীয় স্থানে। টেস্ট দলপতির আন্তর্জাতিক রান ৮ হাজার ৮৬। এরপর ৬ হাজার ৬৫৫ রান নিয়ে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। ৫ হাজার ৪৪২ রান করেছেন হাবিবুল বাশার সুমন।
 


রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৫ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়