ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জয়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জয়

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : মুস্তাফিজুর রহমানের হাফভলি বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিলেন থিসারা পেরেরা। মাহমুদউল্লাহর ক্যাচ ধরতে বেগ পেতে হল না। থিসারা পেরেরার আউটের মধ্য দিয়ে অলআউট শ্রীলঙ্কা। 

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৩২৪ রান তাড়া করতে নেমে ২৩৪ রানে অলআউট শ্রীলঙ্কা। ৯০ রানে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

এশিয়ার দলগুলোর বিপক্ষে রানের বিবেচনায় এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া একই ব্যবধানে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এ জয় তাই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম জয়। এর আগে চারটি ম্যাচ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবারই প্রথম আগে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে টার্গেট দিয়ে রান ব্যবধানে জিতল বাংলাদেশ।

রান ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৯৩ রান টার্গেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০ রানে জিতেছিল বাংলাদেশ। শতরানের বেশি ব্যবধানে বাংলাদেশে জয় আছে ১২টি। 



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৫ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়