ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘তাদের জন্যই আমরা স্বাধীন দেশের হয়ে খেলতে পারছি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তাদের জন্যই আমরা স্বাধীন দেশের হয়ে খেলতে পারছি’

মেহেদী হাসান মিরাজ

ইয়াসিন হাসান, ডাম্বুলা থেকে : লং অফে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ক্যাচ ধরলেন মাহমুদউল্লাহ। ৯০ রানে জিতল বাংলাদেশ। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গান চলল, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা ক'জন নবীন মাঝি হাল ধরেছি, শক্ত করে রে...।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিবাদন জানিয়ে স্টেডিয়ামের ডিজে বাজালেন এ গান। অফিশিয়াল স্কোরার মাইকে বললেন, ‘বাংলাদেশি সকল সাংবাদিক ও বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেনডেন্ট ডে।’ শ্রীলঙ্কার সাংবাদিকরা বাংলাদেশ বহরে এসে বলে উঠলেন, ‘জয় বাংলা।’

বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ কাভার করতে আসা  বাংলাদেশি সাংবাদিকদের বুক গর্বে ভরে গেল তখন। ৩ হাজার ৩৫৭.৮ কি.মি দূরে বসে বাংলাদেশের এ জয়গান নিতান্তই গর্ব হওয়ার মতো। কাল বাংলাদেশের স্মরণীয় এ জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। দলের হয়ে নিয়েছেন ২ উইকেট।

ওয়ানডে অভিষেক হওয়া এ ক্রিকেটার আজ গভীরভাবে স্মরণ করছেন মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মিরাজ রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। শহীদদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের হাজার-হাজার লাখ-লাখ কোটি-কোটি সালাম। তাদের জন্যই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এ প্রজন্ম সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাচ্ছে। তাদের জন্যই আমরা বুক ফুলিয়ে বলতে পারছি আমরা বাংলাদেশের মানুষ। স্বাধীন দেশের হয়ে খেলতে পারছি।’

নতুন প্রজন্মের নতুন সৈনিক মেহেদী হাসান মিরাজ। এ প্রজন্মের সন্তান মিরাজ আরো বলেন, ‘আমাদের এ প্রজন্মের একটাই কাজ, বাংলাদেশকে ওপরে নিয়ে যাওয়া। বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন করে পরিচিত করা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের লক্ষ্য থাকবে দেশের এ স্বাধীনতা রক্ষা করা এবং বাংলাদেশের হয়ে অনেক কিছু অর্জন করা।’



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৬ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়