ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেষ মুহূর্তে শ্রীলঙ্কা দলে বাড়তি দুই পেসার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ মুহূর্তে শ্রীলঙ্কা দলে বাড়তি দুই পেসার

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগ মুহুর্তে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া। পুরো খেলা মাঠে বসে দেখেছেন জয়াসুরিয়া। জানা গেছে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রেগে স্টেডিয়াম প্রাঙ্গন ছাড়েন জয়াসুরিয়া। দলের হার কোনোভাবেই মানতে পারেননি লঙ্কান প্রাক্তন অধিনায়ক।

ওই রাতের সিদ্ধান্তে লঙ্কান দলে নেওয়া হয় নুয়ান কুলাসেকারাকে। পরদিন স্কোয়াডে ডাকা হয় নুয়ান প্রদ্বীপকে। দ্বিতীয় ওয়ানডের আগে দলের পেস অ্যাটাক সমৃদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এদিকে সুরঙ্গা লাকমালের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বোর্ড। তাকে গতকাল পর্যন্ত শতভাগ ঠিক মনে হয়নি। তবে আজ সকালের অনুশীলনে ঠিকঠাক মতই পারফর্ম করেছেন ডানহাতি এ পেসার।

দলটির ম্যানেজার অশাঙ্ক গুরুসিনহা সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের পরিবর্তন নিয়ে বলেন, ‘আমরা নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপকে স্কোয়াডে যুক্ত করেছি। তার প্রধান কারণ সুরঙ্গা লাকমালের ফিটনেস। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বোঝা যাবে তার কী অবস্থা। আমরা আসলে আরো দুজন খেলোয়াড় চেয়েছিলাম স্কোয়াডে। যাতে আমাদের হাতে অতিরিক্ত বিকল্প থাকে একাদশ নির্বাচনের ক্ষেত্রে। গতকাল পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম না যে লাকমল দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবে কিনা। কিন্তু সে সুস্থ্য হয়ে উঠেছে।’ দুই পেসার নতুন করে যোগ করার কারণও আছে। হারের বদলা নিতে উইকেটের চিত্রও পাল্টে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে আটকাতে সবুজ ঘাসের উইকেট তৈরী করে শ্রীলঙ্কা ক্রিকেট। উইকেট থেকে পূর্ণ সুবিধা নিতেই নেওয়া হয়েছে বাড়তি দুই পেসার।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেননি নিরোশান ডিকভেলা। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।  প্রথম ওয়ানডেতে চান্দিমাল উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ডিকভেলাকে ফেরানোর বিষয়ে গুরুসিনহা বলেন, ‘ডিকভেলা আগামীকাল খেলছে। আজ অনুশীলনের সময় হাতে বল লাগায় সে অনুশীলন করেনি। উপল থারাঙ্গা মিডল অর্ডারে ব্যাট করবে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে উদ্বোধনী জুটিতে ব্যাট করেছে এবং ভালো রানও করেছিল। আসলে আমরা চেষ্টা করছি খুব বেশি পরিবর্তন না করে দলে কিছুটা স্থায়িত্ব আনার। আমরা চাই ব্যাটসম্যানরা তাদের নিজ নিজ অবস্থানে থিতু হোক।’

 


রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আমিনুল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়