ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ মাশরাফির

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার পরামর্শ মাশরাফির

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : তামিম ইকবাল তার ৪২টি ৫০ বা এর বেশি রানের ইনিংসের মধ্যে মাত্র ৮টিকে সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন। বাকি ৩৪টি হাফ সেঞ্চুরিতেই থেকে গেছে। সাকিব আল হাসানের অবস্থাও তাই। সাকিবের ছয়টি সেঞ্চুরি, ৩৩টি হাফ সেঞ্চুরি। মুশফিকুর রহিমের ২৩টি হাফ সেঞ্চুরি, চারটি সেঞ্চুরি।

টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের হাফ সেঞ্চুরির ইনিংস বড় করতে না পারায় বড় স্কোর পাওয়া হতো না বাংলাদেশের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের দায়িত্বশীল ব্যাটিং সবার টনক নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে তামিম ৪০-এর ঘর থেকে ৬০-এর ঘরে পৌঁছানোর পর এবং সেখান থেকে ইনিংসটিকে যেভাবে ১২৭ রানে টেনে নিয়েছেন, তাতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। তামিম নিজেও বলেছেন, ‘ক্যারিয়ারের সেরা পরিণত এক ইনিংস।’

আজ মাশরাফিও তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘তামিম ৫০-৬০ রান করে আউট হয়নি। নিজের ইনিংসটিকে বড় করেছে। পরিণত ইনিংস খেলেছে। যদি ও ৫০-৬০ রানে আউট হতো তাহলে আমাদের রান হতো ২৭০ থেকে ২৮০।’

ব্যাটসম্যানদের কথা তুলে ধরে মাশরাফি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ৫০-৬০ রানের ইনিংস অনেকগুলো করে আছে। আমরা চাই এই জায়গাটায় ব্যাটিং উন্নতি করুক। কেউ যদি ৫০/৬০/৭০ রান করে সে যেন একশ পর্যন্ত যেতে পারে। বড় সেঞ্চুরি করতে পারে। এটা আমাদের জন্য বলতে পারেন শেখার সময়। প্রথম ম্যাচে তামিম করেছে, সাব্বির রহমান হাতছাড়া করে ফেলেছে। আমরা এই জায়গায় উন্নতি করতে চাই।’

‘আমার পরামর্শ থাকবে এই জায়গাটা নিয়ে কাজ করা। বড় ইনিংস খেলার মানসিকততা তৈরি করা, ধৈর্য ধরতে শেখা। কেউ যদি বড় সেঞ্চুরি করতে পারে, ৫০ রানকে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারে তখন ম্যাচ জেতা সহজ হয়ে যায়। কারণ ওই ৩০-৪০ রান দুই দলের পার্থক্য গড়ে দেয়’- বলেন মাশরাফি।



রাইজিংবিডি/ডাম্বুলা (কলম্বো)/২৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়