ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফসোস নিয়ে কলম্বোয় বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফসোস নিয়ে কলম্বোয় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট দলের টিম হোটেল ডাম্বুলার আলিয়া রিসোর্ট এন্ড স্পা সেন্টারে গিয়ে ভিন্ন পরিবেশ পাওয়া গেল। দলের প্রতিটি ক্রিকেটারই ছিলেন ফুরফুরে, চনমনে। কিন্তু কোথায় যেন চিরচেনা হাসিটা মুখে ছিল না। মাশরাফি, তামিম, তাসকিনরা দুই একবার হাসলেও সেই হাসির মাঝে ছিল না গর্বের রসদ। আবার সাকিব তার মেয়ে আলায়নার সাথে দুষ্টুমি করলেও সেই দুষ্টুমিতে ছিল না কোনো প্রাণ। প্রিয়মুখগুলো সব বিষাদময়!

 



বোঝা যাচ্ছিল কিছুটা আফসোস, কিছুটা আক্ষেপ কাজ করছে ক্রিকেটারদের মনে। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হতাশ টিম বাংলাদেশ। ‘বৃষ্টি আর আসার সময় পেল না’-বলেছিলেন একাদশের বাইরে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হোটেলের রুম ছেড়ে সকালের নাস্তা করার জন্য রেস্টুরেন্টে যাওয়ার পথে দুই মিনিট দাঁড়িয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সদাহাস্যোজ্জ্বল মাশরাফির মুখেও নেই হাসি। খুব আক্ষেপ নিয়ে বললেন, ‘৩১২ রান গতকালের উইকেটে কিছুই ছিল না। আফসোস হচ্ছে ...।’

 



শ্রীলঙ্কার মাটিতে তিনশ রান তাড়া করে জয়ের নজির নেই। সেখানে ক্রিকেটের নতুন পরিশক্তি বাংলাদেশ তিনশ রান তাড়া করে ফেলত! মাশরাফির বিশ্বাস তার দল পারত। কারণটাও ব্যাখ্যা করলেন অধিনায়ক, ‘কলম্বোতে অনুশীলন ম্যাচে যেরকম উইকেটে খেলেছিলাম গতকাল একই উইকেট ছিল। কোনো পার্থক্য ছিল না। সেদিন যদি আমরা ৩৫০ রান এর মতো করে করতে পারি তাহলে কালকে কেন পারতাম না। আর সেদিন তো তামিম, সাকিব ছিল না। তারপরও আমরা কাছাকাছি করেছিলাম। আমরা তো আত্মবিশ্বাসী ছিলাম যে ৩১২ চেজ করতে পারব। বোলিংয়ে একটা সময় তো মনে হয়েছিল ৩৩০-৩৪০-এর ঘরে টার্গেট যাবে। কিন্তু সেটা হয়নি শেষ দিকে বোলিং ভালো করায়। টার্গেট পাওয়ার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তামিম-সৌম্য তো ব্যাট-প্যাড পরে প্রস্তুত ছিল। পুরো ম্যাচ হলে আমাদের জয়ের ভালো সুযোগ ছিল।’

 



প্রথম ম্যাচে ডাম্বুলার রনগিরি মাঠে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলা তামিম ইকবালও শোনালেন একই আফসোসের কথা, ‘ম্যাচটি খুবই জমজমাট হতো। হার-জিত বড় কথা না। দুই দলের মধ্যে ভালো লড়াই হতো। কিন্তু খেলাটাই তো হলো না।’

মুশফিক, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান কিংবা মেহেদী হাসান মিরাজ সবার চোখে মুখে ছিল বড় অতৃপ্তির স্বাদ। টেস্ট সিরিজ ড্রয়ের সুখস্মৃতি নিয়ে ডাম্বুলাতে পা রেখেছিল বাংলাদেশ দল। চেয়ছিল ওয়ানডে সিরিজ জিতেই কলম্বো যাবে। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ জিততে পারল না বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে আবারও কলম্বো মিশন।

 



বুধবার বেলা ১১টায় ডাম্বুলা থেকে বের হয়ে দুপুর পৌনে ৩টায় কলম্বোর তাজ সামুদ্রা হোটেলে ওঠে বাংলাদেশ দল। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১ এপ্রিল সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/২৯ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়