ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অতীত ভোলেননি হাথুরুসিংহে

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অতীত ভোলেননি হাথুরুসিংহে

বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: একটা সময় ছিল যখন সিরিজের পর সিরিজ হারত বাংলাদেশ। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করলেও শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ পেতে হত লাল-সবুজ জার্সীধারীদের। পুরনো সেই দুঃস্মৃতি কাটিয়ে বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি। ওয়ানডেতে বলে কয়ে যে কোনো দলকে হারাতে সক্ষম বাংলাদেশ।

শিষ্যদের নিয়ে দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ উচ্ছ্বসিত, গর্বিত। কিন্তু পুরনো কথা ভোলেননি লঙ্কান কোচ। বৃহস্পতিবার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দলের অনুশীলন শেষে হাথুরুসিংহে বলেন,‘আমি সেই সময়টা ভুলিনি যে সময়টায় আমরা সিরিজ হারতাম, কোনো ম্যাচ জিততে পারতাম না। কিন্তু আজ আমরা সঠিক পথে। আজ আমরা আত্মবিশ্বাসী।’

মাঠের পারফরম্যান্স ধ্যান-ধারণা পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে নিজেদের আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসে আজ ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত বাংলাদেশ। ক্রিকেটারদের আমূল পরিবর্তন নিয়ে হাথুরুসিংহের ভাষ্য,‘আপনি যখন জিতবেন তখন আপনার সব কিছুই ভালো যাবে। শারীরিক ভাষার পরিবর্তন আসবে। মাঠে এবং মাঠের বাইরেও তখন আপনার পরিবর্তন আসবে। এখানে গল টেস্টের পর সব পাল্টে গেল। ছেলেরা কিভাবে জিততে হবে সেটা বুঝেছে। পাশাপাশি তারা ভালোভাবে সাড়া দিচ্ছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শিষ্যদের পারফরম্যান্স নিয়ে হাথুরুসিংহের ব্যাখ্যা,‘শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে আমরা ভালো করছি। আমরা ওদের বিপক্ষে ভালো অবস্থানে আছি। ১-০ ব্যবধানে এগিয়ে আছি। আমাদের সিরিজ হারের কোনো সুযোগ নেই। সিরিজে সমতা আনতে হলে তাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। আর ওদেরকে বিপক্ষে জয় পেতে হলে আমাদেরকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

 


রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/৩০ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়