ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টি-টোয়েন্টিতে মিরাজের অভিষেক

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে মিরাজের অভিষেক

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তার টেস্টে অভিষেক হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এই সফরেই। আজ টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে গেল বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজের। মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে খেলার সুযোগ পেয়েছেন মিরাজ। ৫৭ তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হল তার।

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়ার পর ৭টি টেস্ট খেলেছেন মিরাজ। ব্যাট হাতে রান করেছেন ১৮৯। সর্বোচ্চ ৫১। আর বল হাতে উইকেট নিয়েছেন ৩৫টি। এক ম্যাচে তার সেরা বোলিং ফিগার ১৫৯ রানে ১২ উইকেট। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে ৩ বার নিয়েছেন ৫ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ মার্চ ওয়ানডেতে অভিষেক হয় মিরাজের। ৩ ম্যাচের ১টিতে ব্যাট করতে নেমে ৫১টি রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪টি উইকেট।

টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টিতে মিরাজ তার জাত চেনাবেন তেমনটাই প্রত্যাশা সবার।

 





রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়