ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সহিংসতার মধ্য দিয়ে ১৮ দলের অবরোধ শেষ

রাইজিংবিডি ডেস্ক, ঢাকা: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ৯ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহিংসতার মধ্য দিয়ে ১৮ দলের অবরোধ শেষ

 

 

 

ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াসহ নানা সহিংস কর্মকাণ্ডের মধ্যদিয়ে ১৮ দলীয় জোটের ডাকা আজ রোববারের অবরোধ কর্মসূচি চলছে। ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সহিংসতা চলছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আজ সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

 সায়েদাবাদ এলাকায় বাসে আগুন : সায়েদাবাদ এলাকায় সকাল সোয়া ১০টার দিকে রাস্তার পাশে পার্ক করে রাখা সালসাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। এর ১০-১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু এর আগেই ওই বাসের অধিকাংশ পুড়ে যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, পথচারী বেশে কয়েকজন যুবক বাসে আগুন লাগিয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যান।

 মির্জা আব্বাসের বাড়ির সামনের রাস্তায় অবরোধ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে তাঁর শাহজাহানপুরের বাড়ির সামনের রাস্তায় অবরোধ সৃষ্টি করে রেখেছেন কয়েকশ নেতা-কর্মী। নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল করতে থাকেন। পরে নয়টার দিক থেকে নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

 শাহবাগে অটোরিকশায় আগুন: সকাল সাতটার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীরা সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেন।

 পান্থপথে অবরোধকারী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া : সকাল ছয়টার দিকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের কাছে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীরা ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিরপুরে দুটি বাসে আগুন : সকাল হওয়ার আগেই ভোর পাঁচটার দিকে মিরপুর-১ নম্বর মোড়ের কাছে একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। পরে সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর-২ নম্বরে সনি সিনেমা হলের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়াসহ নানা সহিংস কর্মকাণ্ডের মধ্যদিয়ে ১৮ দলীয় জোটের ডাকা আজ রোববারের অবরোধ কর্মসূচি চলছে। ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সহিংসতা চলছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আজ সারাদেশে রাজপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়