ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সাভারে আমানসহ আসামি ৬৫১

রাজধানীতে ফখরুলসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১০ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ফখরুলসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা

বিরোধী দলের অবরোধের সময় রাজধানীতে সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।  মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার অবরোধে ভাংচুরের ঘটনার পর গভীর রাতে মো. আয়নাল নামে সিটি কর্পোরেশরেন এক গাড়ি চালক পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে এতে আসামি করা হয়েছে বলে জানান তিনি। 

নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে আট ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ সময় ঢাকার গাবতলী, মিরপুর, পান্থপথ, শাহবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, সাভারের আমিনবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুর চালানো হয়। কেবল রাজধানীতেই পুলিশের তিনটিসহ শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের প্রথম ভাগে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুল-রিজভীসহ বিরোধী দলীয় জোটের অধিকাংশ শীর্ষ নেতাকে। তেজগাঁও থানার ওই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

অন্যদিকে বিরোধী দলের অবরোধ চলার সময় আমিনবাজারে সংর্ঘষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান সোমবার সকালে জানান, অবরোধের সময় আমিনবাজারে পুলিশের কাজে বাধা, ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে রোববার রাতে ৬৫১ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। এদের মধ্যে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম, ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল, সাভার থানা বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, থানা বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সরকারসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক আবদুল হক বাদি হয়ে এ মামলা করেন।

রোববার অবরোধ চলার সময় সাভারের আমিনবাজারে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তখন আটক করা করা পাঁচ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়