ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংঘাত অবসান করতে ৬ ব্যবসায়ী সংগঠনের আহবান

অর্থনীতি ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১১ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংঘাত অবসান করতে ৬ ব্যবসায়ী সংগঠনের আহবান

রাইজিংবিডি২৪.কম:

রাজনৈতিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করে দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে দেশের ছয়টি ব্যবসায়ী সংগঠন। বিরোধী দলের ডাকে সংঘাতময় অবরোধের পর মঙ্গলবার হরতালের আগের দিন সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

ইন্টারন্যাশনাল চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও ঢাকা চেম্বারসহ ছয় সংগঠনের নেতারা এই বিবৃতি দিলেও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নাম এতে নেই, যদিও অন্য সময়ে এই ধরনের বিবৃতিতে তারাও থাকে। বিবৃতিতে ব্যবসায়ী নেতারা বলেন, এই রাজনৈতিক অস্থিতিশীলতাকে দেশের উন্নয়ন সম্ভাবনার জন্য হুমকি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আসিফ ইব্রাহিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমজাদ খান চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক।

বিবৃতিতে বলা হয়, “দুর্ভাগ্যজনকভাবে সম্প্রতি হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি ব্যবসায়-বাণিজ্যের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি অর্থনীতির গতিকে শ্লথ করে দেয়। এর ফলে দেশের রপ্তানি বাজার চলে যাবে অপেক্ষাকৃত স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান দেশগুলোতে। যে কোনো মূল্যে আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।”

রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য সরকার ও বিরোধীদলের প্রতি সংলাপের আহ্বান জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, এটাই দেশের অর্থনীতিকে ধংসের হাত থেকে বাঁচাবে। বিবৃতিতে এফবিসিসিআইয়ের কোনো নেতার স্বাক্ষর না থাকার বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “এফবিসিসিআইয়ের সভাপতি দেশের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি নিজে এফবিসিসিআইয়ের একজন পরিচালক। এ বিবৃতিতে এফবিসিসিআইয়ের পূর্ণ সমর্থন আছে।”

এবিষয়ে এফিবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, “আমি দুপুর ২টায় দেশে এসেছি। ওরা তার আগেই বিবৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য আমার সঙ্গে যোগাযোগ হয়নি।”

“তবে আমি ব্যাপারটা জেনেছি। পরে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিতে চেয়েছিলাম। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিতে পারে, সেজন্য ফেডারেশনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।”

ছয় সংগঠনের বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে আকরাম বলেন, “আমি মনে করি সহিংস রাজনীতির পরিবর্তে বিকল্প কোনো পন্থায় রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিৎ। যাতে কোনো অবস্থাতেই অর্থনীতির অগ্রগতি ব্যাহত না হয়।”

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়