ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাথমিক শিক্ষা উন্নয়ন

বাংলাদেশকে ৫০ কোটি টাকা অনুদান দিবে জাপান

এডুকেশন ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে ৫০ কোটি টাকা অনুদান দিবে জাপান

প্রাথমিক শিক্ষা উন্নয়নে বাংলাদেশকে প্রায় ৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ (পিইডিপি-৩) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এ লক্ষ্যে একটি বিনিময় নোট ও  অনুদান চুক্তি সই হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ সফিকুল আজম। জাপান সরকারের পক্ষে বিনিময় নোটে সই করেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমা ও অনুদান চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাওতোদা।

সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পিইডিপি-৩ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় জাপানি অনুদানের অর্থ বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা খাতে ব্যয় করা হবে। প্রাথমিক শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রেণীকক্ষে শিক্ষার মানোন্নয়ন করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ কার্যক্রমের আওতায় শিক্ষার মানোন্নয়নে গণিত ও বিজ্ঞানশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিও সরবরাহ করা হবে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়