ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিদেশি বন্ধুদের আজীবন স্মরণ রাখবো

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৫ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি বন্ধুদের আজীবন স্মরণ রাখবো

 

 

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরে যখন আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চলছিল তখন বিদেশি বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাদের অবদান আমরা শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবো। ভবিষ্যৎ প্রজন্মও তাদের অবদানের কথা মনে রাখবে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আবারও নতুনভাবে উজ্জীবিত হবো। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিশু কিশোররা নতুন করে জানার সুযোগ পাবে।

তিনি বলেন, ১৯৭১ সালে যখন দেশে মুক্তিযুদ্ধ চলছিল, গণহত্যা চলছিল তখন এই বিদেশিবন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই দুঃসহ সময়ে যাদেরকে আমরা পাশে পেয়েছিলাম তাদের সাথে অকৃত্রিম বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে।

আমাদের ভূ-খণ্ডের জনগণ আজীবন শোষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন,এখানকার জনগণ অনাধিকাল থেকে অন্যায়ের প্রতিবাদ করেছেন, মুক্তির সংগ্রাম করেছেন। আমরা চিরদিন অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশ মান-সম্মান নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জনগণের সাড়া দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের কথা মনে পড়লে মনের মধ্যে ব্যথা হয়। আমরা দেখি হত্যা, খুন ও ধর্ষণ। এতে আমাদের মন বিমুর্ষ হয়ে যায়।

তিনি বলেন, একাত্তরে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল সেই অবস্থা থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। কারণ বিদেশি বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তখন অনেকে আমাদেরকে চিনতেনই না। তার পরও তারা আমাদের পাশে এসে সাহস ও শক্তি যুগিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন লড়াই হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত জাতি গঠন করা। এই জন্য আমরা বিদেশিবন্ধুদের সহযোগিতা চাই। দেশের সামগ্রিক উন্নয়নই আমাদের লক্ষ্য।  এখানে সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষ সমান অধিকার পায়। এছাড়া একটি সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গঠন করারও আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়