ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেসবুকের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ফেসবুকের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার চুরি

রাইজিংবিডি২৪.কম:

সম্প্রতি ফেসবুক ব্যবহার করে ৮৫০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া সাইবার অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে এফবিআই।

মার্কিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী ১০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১০ সালের অক্টোবর থেকে তারা ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করে। তারা জানায়, বুটনোট ব্যবহারের মাধ্যমে তারা ফেসবুক ব্যবহারকারীর ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্টসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়। এরপর তারা ঐ তথ্য ব্যবহার করে ওই ব্যক্তির অর্থ চুরি করে।

এ পর্যন্ত বসনিয়া, হার্জেগোভেনিয়া, ক্রোয়োশিয়া, মেসিডোনিয়া, নিউজিল্যান্ড ও পেরুতে এ ধরনের সাইবার অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, বুটনোট হলো এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক, যা ভাইরাসের মাধ্যমে ছড়ায়।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়