ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিপিবি-বাসদের সর্বাত্বক হরতাল চলছে

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ১৮ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিপিবি-বাসদের সর্বাত্বক হরতাল চলছে

ঢাকা, ১৮ ডিসেম্বর (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): জামায়াত ইসলামীকে নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম মোর্চার শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

স্বাধীনতার বিরোধীতাকারীদের নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবিতে এই হরতাল পালন করা হচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়ে সকাল-সন্ধ্যার এ হরতালে পিকেটিং করছেন হরতাল আহবানকারী দলের নেতা কর্মিরা।


হরতালের সমর্থনে এবং সফল করার আহ্বান জানিয়ে সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে সিপিবি-বাসদ। অন্যদিকে একই দাবিতে মঙ্গলবার হরতাল ডেকেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

মঙ্গলবারের হরতালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তা নিয়েছে যাতে কোনো ধরণের নাশকতা ঘটনা না ঘটে।

সমাবেশে তোলা অন্য দাবিগুলো হলো- আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে অগ্নিকান্ডের জন্য দায়ী মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তি প্রদান, গার্মেন্টসহ সব শিল্প-কারখানায় আইন অনুযায়ী কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করা, বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও বিশ্বব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা।

হরতালের সমর্থনে সারাদেশে কয়েক লাখ প্রচারপত্র, হ্যান্ডবিল, পোস্টার বিলি, গণসংযোগ, পদযাত্রা, মিছিল, জনসভা, পথসভা, মাইকিং করা হয়েছে আহ্বানকারীদের পক্ষ থেকে।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, ওষুধের দোকান, সংবাদপত্র, মিডিয়া, কাঁচাবাজার, হোটেল হরতালের আওতামুক্ত থাকবে।

গার্মেন্টস শ্রমিক সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, প্রগতিশীল ছাত্রজোট, যুব সংগঠন, কৃষক-ক্ষেতমজুর সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নারী সংগঠন, চিকিৎসক-প্রকৌশলী-আইনজীবী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আন্তঃজেলা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা  জেলা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা জেলা সড়ক পরিবহন সমিতি, ঢাকা জেলা বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনসহ শতাধিক সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে।

উল্লেখ, সিপিবি-বাসদ গত ৭ ডিসেম্বর এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত-শিবির নিষিদ্ধ করা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও শাস্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে হরতাল ডাকে।

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়