ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইসলামী ছাত্রী সংস্থার ২১ কর্মি গ্রেপ্তার

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামী ছাত্রী সংস্থার ২১ কর্মি গ্রেপ্তার

ঢাকা, ১৭ ডিসেম্বর (রাইজিংবিডি টেয়েন্টিফোর ডটকম): রাজধানীর বড় মগবাজার থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানসহ ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার মালিকানাধীন বড় মগবাজারের ৪৯৩ নম্বর গ্রীন ভ্যালি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার একটি তালাবন্ধ রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সন্দেহজনক রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাঁচ থেকে ছয় হাজার স্কয়ার ফুটের ওই ফ্ল্যাটের ২০/২৫ রুমের মধ্যে একটি রুম থেকে রমনা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এই অভিযানে নেতৃত্ব দেন রমনা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নূরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের সঙ্গে পুলিশের পুরুষ সদস্যরা বাজে আচরণ করেছে। মহিলা পুলিশ ছাড়াই তাদেরকে রুম থেকে বের করা হয়েছে।

কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহানকে পুলিশের পিক-আপ ভ্যানে উঠানোর সময় তিনি সাংবাদিকদের বলেন, তৃতীয় তলার সিঁড়ি দিয়ে নামার সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে তিনি জড়িত নন বলেও জানিয়েছেন।

এ সময় বিপুল পরিমাণ ইসলামী বই ও ছাত্রী সংস্থার কর্মকান্ড সংক্রান্ত নথিপত্র এবং দু’টি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। গ্রীন ভ্যালি অ্যাপার্টমেন্টের বাইরে এবং তৃতীয় তলার সবগুলো রুম সিলগালা করে দেওয়া হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ বাসায় অভিযান চালানো হয়। বাসার তৃতীয় তলার ভেতরে অভিযান চালানো হয়। এসময় সেখানকার সবক’টি রুম দেখে মনে হয়েছে, এটি একটি রিসার্চ সেন্টার।


কাদের মোল্লার স্ত্রীর অভিযোগ সম্পর্কে ডিসি নূরুল ইসলাম জানান, যে রুম থেকে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের গ্রেফতার করা হয়েছে সে রুমের চাবি ছিল তার কাছে। ভবনের ৮ তলা থেকে তাকে ডেকে এনে রুমের তালা খুলে তাদেরকে শনাক্ত করা হয়।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, সন্দেহজনক রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়