ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এশিয়ার উদ্দেশে ওবামার ঐতিহাসিক যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ার উদ্দেশে ওবামার ঐতিহাসিক যাত্রা

রাইজিংবিডি২৪.কম:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার এশিয়ার উদ্দেশে যাত্রা করছেন।

তিনি থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়া সফর করবেন। সাবেক সেনাশাসিত মিয়ানমারে ওবামার সফর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। মিয়ানমার সফরে ওবামা দেশটিকে গণতন্ত্র পুনর্নঠনের ব্যাপারে চাপ দেবে বলে আশা করছে হোয়াইট হাউজ।

ওবামার সফরসঙ্গী মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক পুনর্গঠনের ব্যাপারে আলোচনার পাশাপাশি আমরা বার্মায় চলমান গোষ্ঠীগত সহিংসতার বিষয় নিয়েও কথা বলব।”

উল্লেখ্য, ওবামা প্রশাসন এখনো মিয়ানমারকে বার্মা নামেই অভিহিত করে।

ওবামা প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক বন্ধন ভঙ্গ করার জন্য মিয়ানমারকে চাপ দেবে বলে জানান রোডস। সফর শেষে বুধবার ওয়াশিংটন ফিরবের ওবামা।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়