ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৯ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

ঢাকা, ১৯ ডিসেম্বর (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগীয় কর্মকর্তাকে তাঁর পদমর্যাদার বিষয়টি সব সময় মনে রাখতে হবে। বিচার বিভাগের স্বার্থ ও মানসম্মান যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে তিনি অবশ্যই যত্নবান হবেন। ইদানীং এ বিষয়ে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। কোনো অজুহাতেই তা মার্জনা করা হবে না।

বুধবার সকালে সুপ্রিম কোর্টের এনেঙ ভবন মিলনায়তনে জেলা জজ, মহানগর দায়রা জজ ও সমপদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ ও মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট এ অভিভাষণ ও মতবিনিময়ের আয়োজন করে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আরো বলেন, মাজদার হোসেন মামলার রায়ের নির্দেশনা অনুসারে বিচার বিভাগের কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা জরুরি। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ অবস্থানে থেকে যথাযথভাবে কাজ করে যাবেন বলে প্রধান বিচারপতি আশাপ্রকাশ করেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়