ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিপিএলের জমকালো নিলাম

সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২০ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব আল হাসান

রাইজিংবিডি২৪.কম:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল দ্বিতীয় আসরের নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন লাখ ৬৫ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরর্স। 

বিপিএলের প্রথম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তা ছাড়া গত এক বছরে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। এ কারণেই রাজধানীর হোটেলে রেডিসনে অনুষ্ঠিত নিলামে ফ্রাঞ্চাইজিদের প্রথম টার্গেট ছিল সাকিব।

দেশি ক্রিকেটারদের গোল্ডেন ক্যাটাগড়ির সর্বোচ্চ মূল্য ছিল ৭০ হাজার ডলার। কিন্তু এই মূল্য ছাড়িয়ে যায়। ফলে গোপন খামে প্রস্তাবিত মূল্য জমা দেয় দলগুলো। টাইব্রেকে সাকিবের দাম ওঠে তিন লাখ ৬৫ হাজার ডলার। 

বিদেশি গোল্ডেন ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠে পাকিস্তানি ক্রিকেটার ইমরান নাজিরের। তাকে দুই লাখ ৮০ হাজার ডলারে কিনে নেয় চিটাগাং কিংস। আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদিকে দুই লাখ ৭৫ হাজার ডলারে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। 

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে দুই লাখ ৫ হাজার ডলারে কিনে নিয়েছে সিলেট র‌য়ালস। 
আর তামিম ইকবালকে এক লাখ ৬৫ হাজার ডলারে কিনেছে দুরন্ত রাজশাহী। মাহমুদুল্লাহ রিয়াদকে এক লাখ ২৫ হাজার ডলারে কিনে নিয়েছে চিটাগাং কিংস। 

এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিলকারত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গাকেও কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস।

এ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের সাত ক্রিকেটারের মূল্যই নির্ধারণ হয় টাইব্রেকারে। মাশরাফি বিন মর্তজাকে ১ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটস। এনামুল হক বিজয় ও মোহাম্মদ আশরাফুলকেও কিনেছে ঢাকা। বিজয়ের মূল্য এক লাখ ২১ হাজার ডলার, আশরাফুলের মূল্য ৬০ হাজার ডলার। জিয়াউর রহমানকে এক লাখ ৩৭ হাজার ডলারে কিনেছে দুরন্ত রাজশাহী। নাসির হোসেন ও আবদুর রাজ্জাককে কিনেছে রংপুর রাইডার্স। নাসির দুই লাখ ডলার, রাজ্জাক ৯২ হাজার ডলার।

এবারের বিপিএলে দল গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যয়ের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। এবার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৫ লক্ষ ডলার ব্যয় করতে পারবে। 

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এবং প্রত্যেক ম্যাচে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলানো যাবে। 

নিলামের জন্য চারটি শ্রেণীতে স্থানীয় ১১৩ ও বিদেশি ১৩৪ জন সহ মোট ২৪৭ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করে বিসিবি। 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়