ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মাগুরায় কাত্যায়নী পূজা সোমবার, এবারও মহাআয়োজন

রূপক আইচ, জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৩, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় কাত্যায়নী পূজা সোমবার, এবারও মহাআয়োজন

মাগুরা : এবারও দেশের সবয়েছে জাকজমকপূর্ণ ও সর্ববৃহৎ কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে মাগুরায়। এ পূজাকে সামনে রেখে সাজ সাজ রব বিরাজ করছে গোটা মাগুরায়।

ইতোমধ্যে পূজার সব প্রস্তুতি শেষ করেছে পূজা কমিটি। এ বছর শহরের প্রধান ৮টিসহ জেলায় মোট ৮৩টি মণ্ডপে কাত্যায়নী পূজার ঢাক বাজবে।

সোমবার থেকে শুরু হওয়া এ পূজা চলবে ৫দিন ব্যাপী। শুক্রবার দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে মাগুরাবাসীর এ মহাআয়োজন। তবে, পূজার মেলা চলবে ১ মাস ধরে।

জানা গেছে, দুর্গা পূজার ঠিক ১ মাস পর একই তিথিতে লাখ লাখ দর্শকের সমাগমে জাকজমকপূর্ণভাবে মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। নবমীর দিনে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পূজা। মাগুরা জেলাতে এ পূজা সাড়ম্বরে ঊদ্যাপিত হয়। শহরজুড়ে আলোকসজ্জা ও লাখো মানুষের উপস্থিতিতে গোটা শহর পরিণত হয় উৎসবের শহরে।  

এ জেলায় কাত্যায়নী পূজাই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন জেলা এমনকি পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল থেকে বহু দর্শনার্থী মাগুরাতে আসেন পূজা দেখতে। এ উপলক্ষে শহরের বিভিন্নস্থানে দৃষ্টি নন্দন লাইটিং, তোরণ, গেট, প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। চোখ জুড়ানো ঝলমলে আলোকসজ্জায় সাজানো হয়েছে পূজামণ্ডপসহ আশপাশের এলাকা।

শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, দরিমাগুরা, বাটিকাডাঙ্গা, পারনান্দুয়ালী, সাজিয়াড়া, শিবরামপুর পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপগুলোকে অপরূপ সাজে সজ্জিত করার জন্যে ডেকোরেটরের কর্মীদের কাজ চলছে রাত জেগে।

পূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। এ পূজাকে ঘিরে সব ধর্মের মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় মাগুরায়।

এ বছর শহরের বাটিকাডাঙ্গা পূজা মণ্ডপে প্রতিমা তৈরিতে সাধারণ রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ডাউল। ডাউলের তৈরি প্রতিমা সাধারণ দর্শকদের দৃষ্টি কেড়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়