ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামিন পাননি ফখরুল

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৪ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পাননি ফখরুল

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

পল্টন ও শেরেবাংলানগর থানার করা আলাদা দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার অবকাশকালীন মহানগর দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ বিষয়ে আদেশ দেন।

মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালকদারসহ শতাধিক আইনজীবী।

শুনানিতে বলা হয়, এ মামলায় যাকে বাদী করা হয়েছে এই নামের কোনো লোক খুঁজে পাওয়া যায়নি । গাড়ির উল্লেখিত নাম্বার সঠিক নয় এবং এই ধরনের কোনো ঘটনা মিডিয়াতেও আসেনি। এতেই প্রমাণিত হয় এটি সৃজিত ঘটনা। বাস্তবে এ ধরণের ঘটনা ঘটেনি। রাজনৈতিক হয়রানি এবং বিরোধীদলের দাবি অস্বীকার করে দমনের জন্য এ আটক নাটক সাজানো হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর মামলা দু’টিতে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। একই আদালত আজ শুনানির জন্য ধার্য্য রাখেন।

গত ১১ ডিসেম্বর এ দুই মামলায় জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে ফখরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ঢাকার আলাদা দুই ম্যাজিস্ট্রেট আদালত।

পল্টন থানার মামলায় অভিযোগ বলা হয়েছে, মির্জা ফখরুল অবরোধের আগেই অবরোধের দিন (৯ ডিসেম্বর) রাস্তায় গাড়ি না বের করার আহব্বান জানান। বের করলে তা ভাঙচুর করারও হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়। মির্জা ফখরুল ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জনের একটি মিছিল ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সকাল ৭টার সময় ঢাকা সিটি করপোরেশনের ময়লা আবর্জনা ফেলার একটি গাড়ি ভাঙচুর করেন বলে উল্লেখ করা হয়। আর ওই গাড়িরচালক এ মামলার বাদী আয়নাল ও হেলপারকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ মামলায় ফখরুল এক নম্বর আসামি।

এ ছাড়া শেরেবাংলানগর থানার পূর্ব রাজাবাজার পান্থপথের রাস্তায় রোববার সকাল সাড়ে ৫টায় মির্জা ফখরুলের প্ররোচণায় দলের সদস্যরা একটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের ওপর বোমা নিক্ষেপ করে বলে উল্লেখ করা হয়। এ মামলায় ফখরুল এজাহার নামীয় ৬ নম্বর আসামি।
 
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। এ বছর তিনি দ্বিতীয় দফায় কারাবাসে আছেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়