ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সংসদ ভেঙে দিলেন জাপানি প্রধানমন্ত্রী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
সংসদ ভেঙে দিলেন জাপানি প্রধানমন্ত্রী

রাইজিংবিডি২৪.কম:

২০০৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে বিজয়ী ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) তৃতীয় নেতা হিসেবে ২০১১ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন নোদা।

আগামী নির্বাচনে নবনিযুক্ত বিরোধী নেতা শিনজো অ্যাবে`র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়বে তার দল।

সম্প্রতি নানামুখী সঙ্কটে আক্রান্ত জাপানে পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে আসন্ন নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেছে অ্যাবে`র রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিরোধীদল মনে করে ফুকুশিমা বিপর্যয় পরবর্তী পরিস্থিতি সামলানোর ব্যাপারে অদক্ষতার পরিচয় দেওয়ায় জনসমর্থন হারিয়েছেন প্রধানমন্ত্রী নোদা।

পরিস্থিতির সুযোগ নিয়ে তাই জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চলেছেন বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অ্যাবে।

তবে সর্বশেষ জনমত জরিপে অবশ্যই উভয় দলের প্রতিই নিজেদের আস্থাহীনতা প্রকাশ করেছেন সাধারণ জাপানিরা। ক্ষমতাসীন ডিপিজে ও প্রধান বিরোধীদল এলডিপিকেও খুব বেশি মানুষ সমর্থন করছেন না। এক্ষেত্রে ভোটদানে এখনও সিদ্ধান্তহীন ভোটাররাই আসলে নির্ধারণ করবে কারা সরকার গঠন করতে যাচ্ছে আগামী নির্বাচনে।
 
তবে বিশ্লেষকরা সময়ের আগেই নির্বাচন ঘোষণার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী নোদার দূরদর্শিতা হিসেবে অভিহিত করেছেন। কারণ হিসেবে তারা প্রধানমন্ত্রী নোদার বেশকিছু সিদ্ধান্তের সফলতার কথা উল্লেখ করেন। ২০১৫ সালের মধ্যে ১০ শতাংশ বিক্রয় শুল্ক বাড়ানো সংক্রান্ত বিলটি পাশের মাধ্যমে নোদা সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়