ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পর্দা উঠলো আ’লীগের ১৯তম কাউন্সিলের

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্দা উঠলো আ’লীগের ১৯তম কাউন্সিলের

ঢাকা, ২৯ ডিসেম্বর (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম) : আওয়ামী লীগের ১৯তম জাতীয় কাউন্সিলের পর্দা উঠেছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

এ কাউন্সিলকে ঘিরে সকাল ১০ টার পর ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলররা দীর্ঘ লাইন দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল মঞ্চে জড়ো হয়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও ৭৩ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাংগঠনিক পতাকা উত্তোলন করার কথা রয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৪ জুলাই সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ক্ষমতাসীন দলটির এবারের কাউন্সিলে ৭ হাজার কাউন্সিলর, ডেলিগেট, বাংলাদেশে নিযুক্ত বিদেশি সব দূতাবাসের রাষ্ট্রদূত, দেশীয় রাজনৈতিক দলের মধ্যে মহাজোট ও মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়