ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাইজিংবিডি ডটকম ডেস্ক : || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০২ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম) : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বাংলাদেশের তৈরি ওয়ালটন পণ্যসামগ্রী দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি প্যাভিলিয়ন ঘুরে ওয়ালটন মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টেলিভিশন ও মোবাইল সেট দেখেন। ওয়ালটন প্রবেশমুখের পাশে প্রিমিয়ার প্যাভিলিয়ন-১৩ নম্বর প্যাভিলিয়ন সাজিয়েছে।

প্রধানমন্ত্রীন সঙ্গে ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবুল কাশেম। এছাড়া ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেন সরকারি-বেসরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটনের কর্মকর্তারা বাংলানিউজকে জানান, প্রথম দিনেই ওয়ালটনের বিক্রি হয়েছে। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন সাজাতে অন্য কয়েকটি কোম্পানি এলইডি টিভি কিনেছে।

এদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এবারের বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর থেকেই লোকজন মেলায় আসতে শুরু করেন।

ওয়ালটন প্রিমিয়ার প্যাভিলিয়ন-১৩ এর ইনচার্জ আক্তারুজ্জামান অপু বাংলানিউজকে বলেন, “আমরা গত বছর মেলায় চার কোটি টাকার বেশি বিক্রি করেছি। আশা করছি, এবার বিক্রি আরও বাড়বে।” এবারের মেলায় নতুন অনেক পণ্য এনেছে ওয়ালটন।

১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে এ বছর ওয়ালটন অত্যাধুনিক প্রযুক্তির নতুন ডিজাইন ও মডেলের এলইডি টেলিভিশন, মোবাইল সেট, মোটরসাইকেল, ফ্রিজ, তৈরি করছে। বাণিজ্য মেলায় প্রদর্শন ও বিক্রির পাশাপাশি শিগগিরই এসব পণ্য ওয়ালটনের শো-রুমগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

বিশ্বের সর্বশেষ প্রযুক্তি অ্যান্ড্রয়েড এলইডি টেলিভিশনের সাহায্যে এখন থেকে ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে। এছাড়া মোবাইল ফোনেও এ প্রযুক্তির সাহায্যে আরও সহজ ও দ্রুতগতির ইন্টারনেট ব্রাউস করা সম্ভব।

ওয়ালটনের জনসংযোগ ও মিডিয়া বিভাগের পরিচালক হুমায়ূন কবির বলেন, ক্রেতাদের চাহিদা এবং সময়কে মাথায় রেখে মেলা উপলক্ষ্যে দেশীয় পণ্যের অন্যতম প্রধান ব্র্যান্ড ওয়ালটন নতুন কিছু আপডেট মডেল নিয়ে এসেছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়