ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হ্যাকিং অপরাধ : ট্রাইব্যুনাল

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যাকিং অপরাধ : ট্রাইব্যুনাল

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা পুনর্বিবেচনার ৩ টি আবেদন খারিজ করে দেওয়া আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, হ্যাকিং আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি অপরাধ। এছাড়া বাংলাদেশের আইনেও এটি অপরাধ।

বৃহস্পতিবার সকালে দেওয়া এই আদেশে ট্রাইব্যুনাল আরও বলেছে, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপোকথনের জেরে এই ৩ টি মামলা পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল। কিন্তু, আমার দেশ পত্রিকা ওই কথোপোকথন কোন সূত্রে পেয়েছে তা আবেদনকারীরা জানাতে পারেনি। প্রকাশিত ওই কথোপকথনের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার জন্য সেটির উৎস নিশ্চিত করা দরকার ছিল।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়