ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেই তরুণীর নামে ভারতে ধর্ষণবিরোধী আইন

ইন্টারন্যাশনাল ডেস্ক : || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই তরুণীর নামে ভারতে ধর্ষণবিরোধী আইন

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

সারা বিশ্ব: দিল্লি গণধর্ষণকাণ্ডে মৃত সেই তরুণীর নামে ধর্ষণবিরোধী আইন করতে যাচ্ছে ভারত। আইন প্রনয়ণের স্বার্থে ধর্ষিতার নাম প্রকাশ্যে আনতে কোন আপত্তি নেই পরিবারের।

বুধবার এ প্রসঙ্গে সেই ভারতকন্যার বাবা বলেন,  “সরকার যদি ধর্ষণ বিরোধী আইন আনতে তাঁর নাম প্রকাশ্যে আনে তাতে আমাদের কোনও আপত্তি নেই।” এটা তাঁর প্রতি যোগ্য সম্মাননা হবে বলেও মনে করেন তিনি।

এর আগে মানবসম্পদ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী থারু বলেন, “পরিবারের যদি আপত্তি না থাকে তাহলে দেশের কড়া ধর্ষণবিরোধী আইনটি তরুণীর নামে করা হবে।“

বুধবার তরুণীর উত্তর প্রদেশের গ্রামে সেই তরুণীর নামে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরীর প্রস্তাব আসলে প্রথমবারের মত ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীটির নাম প্রকাশ্যে আসে।

এদিকে, ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়নের দাবিতে ফুঁসে উঠেছে দিল্লি। বুধবার নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রা করে মাহাত্মা গান্ধী স্মৃতিস্থল রাজঘাটের দিকে পদযাত্রা করে হাজারো নারী। তাদের সাথে পদযাত্রায় যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও।

উল্লেখ্য, ২৩ বছর বয়সী ভারতের এই মেডিকেল ছাত্রীটি গত ১৬ই ডিসেম্বর বাসায় ফেরার পথে বাসে ছয়জন কর্তৃক ধর্ষিত হয়। ধর্ষকরা ছাত্রীটিকে রড দিয়ে আঘাত করে তার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়ে অজ্ঞান অবস্থায় বাস থেকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।

দ্রুত এই খবর ছড়িয়ে পড়লে সারা ভারত বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে এবং ভারত সরকারের হস্তক্ষেপে মেয়েটিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৮ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই তরুণী।

এদিকে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ আর নিহত তরুণীটির প্রতি শোক আর শ্রদ্ধা নিবেদন চলছে সারা ভারতজুড়ে। উত্তাল রয়েছে দিল্লি।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়