ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে ‘মৃত্যু ঘড়ি’ স্থাপন

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৫ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে ‘মৃত্যু ঘড়ি’ স্থাপন

ঢাকা, ০৫ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম) : রাজধানীতে ‘মৃত্যু ঘড়ি’ স্থাপন করেছে একটি বেসরকারি সংস্থা প্রজ্ঞা। তামাক সেবনের কারণে প্রতি ৯ মিনিট ২৬ সেকেন্ড পর পর মারা যাচ্ছেন একজন মানুষ। ওই ঘড়ি এই মৃত্যুর হার গণনা করবে।

শনিবার সকালে বিজয় স্মরণীতে নভোথিয়েটারের বিপরীত পাশে এ ঘড়ির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আমিও এক সময় তামাক সেবন করতাম। এটি ছেড়ে দেয়ার পর আমি খাবারের প্রকৃত স্বাদ নিতে পারি। এখন আমার পরিবারের কেউ তামাক সেবন করে না। তিনি বলেন, আমি দেশে তামাক নিষিদ্ধকরণে পক্ষে।

তথ্যমন্ত্রী তামাকের ওপর শুল্ক বাড়ানো এবং জনসাধারণকে তামাকের প্রতি নিরুৎসাহিত করতে প্রজ্ঞার দাবির প্রতিও সমর্থন জানান। তিনি ফেব্রুয়ারির মধ্যে সংসদে এ সংশ্লিষ্ট নতুন আইন পাস হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রজ্ঞার চেয়ারম্যান সাইদ বদরুল করিম, এঙিকউটিভ ডিরেক্টর এ বি এম যুবায়ের, ক্যাম্পেইন ফর ট্যোবাকো ফ্রি কিডসের মিডিয়া কোঅর্ডিনেটর তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে প্রজ্ঞা জানিয়েছে, আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনের পুরো সময় ঘড়িটি চলবে। প্রতি ৯ মিনিট ২৬ সেকেন্ড পর পর তামাকের কারণে ঘটতে থাকা মৃত্যুর সংখ্যা জানাবে এই ‘মৃত্যু ঘড়ি’। উদ্বোধনের সময় ঘড়িটিতে এই সংখ্যা ছিল ২০ হাজার ৪৭।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়