ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ

ড্র করলো ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ৬ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্র করলো ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ

ইয়াসিন হাসান, ৫ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম) : মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যখন মধ্যা‎হ্ন বিরতীর আগেই সোহাগের ঘূর্ণিতে ইসলামী ব্যাংক ইষ্ট জোন হাতের ম্যাচ হেরে বসে সেখানে বগুড়ায় অনুষ্ঠেয় ওয়ালটন-বিসিবি ম্যাচে বিসিবির নাসির হোসেনের একদিনের মেজাজের ব্যাটিং করে শতক পাওয়া শুধুমাত্র ব্যাক্তিগত রেকর্ড ভারি করার সামিল। মিরপুরের ম্যাচে ইসলামী ব্যাংক ইষ্ট জোন ৩৭ রানে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন । অপরদিকে নিষ্প্রাণ ড্র হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের খেলা।

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ওয়ালটন সেন্ট্রাল দল ৭৩ রানে এগিয়ে ছিল। চতুর্থ দিন সকালে মাত্র ২ রান যোগ করতেই মোহাম্মদ শরীফ স্পিনার সাকলাইন সজীবের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেলে অধিনায়ক রুবেল ইনিংস ঘোষণা করে দেন। ইলিয়াস সানী ১৬ রানে অপরাজিত থাকে। ৭৫ রানের লিড নিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন ৪৩৬ রানে ইনিংস ঘোষণা করে। ৭৫ রানে পিছিয়ে থেকে বিসিবি নর্থ জোন দ্বিতীয় ইনিংস শুরুটা হয়েছে উইকেট হারিয়ে। স্কোর বোর্ডে ১৬ রান তুলতেই জুনায়েদ সিদ্দিকী(৯) রানে মোহাম্মদ শরীফের বলে আউট হয়ে যান। জুনায়েদের বিদায়ের পর মাইসিকুর রহমান ও নাঈম ইসলামের ব্যাটিং দৈরত্বে স্কোর বোর্ড সচল হয়ে উঠে। কিন্তু দুই ব্যাটসম্যনের ৭৩ রানের জুটি ভেঙ্গে দেন শুভাগত হোম। দুই ব্যাটসম্যনের ভুল বোঝাবুঝিতে নাঈম(২৫) রানে শুভাগত হোমের থ্রোতে প্যাভিলিয়নে। একধাপ উপরে উঠে খেলতে আসা মুশফিকুর রহিমকে ২৪ রানেই ফিরিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। একপাশ আগলে ধরে খেলা মাইশিকুর রহমান ৮০ বলে ৫০ রান তুলে নেন। দ্রুত শতকের দিকে আগাতে থাকলেও আশরাফুলের দ্¦িতীয় শিকারে পরিণত হয়ে ৭৩ রানেই ইনিংসের ইতি টানেন। ১২৩ বলে সাজানো ৭৩ রানের ইনিংসে মোট ৭টি চার ও ২টি ছয়ের মার ছিল। মাইসিকুরের উইকেট তুলে নেবার পর ফরহাদ হোসেনকে নিজের তৃতীয় উইকেট শিকারী করে নেন আশলাফুল। ২২৪ রানে অর্ধেক ব্যাটসম্যন ফিরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে পড়ে যায় বিসিবি নর্থ জোন। কিন্তু তরুণ নাসির ও অলরাউন্ডার ফরহাদ রেজার ১৩৫ রানের জুটি দলতে নিরাপদ জায়গায় পৈৗছে দেয়। একদিনের মেজাজে ব্যাটিং করতে থাকা নাসির হোসেন ৫২ বলে অর্ধশত ও ৮৯ বলে শতক উঠিয়ে নেন। ৮৯ বলে শতক পেতে মোট ৬টি চার ও ৩টি ছয়ের মার মারেন। শতকের পর আরও আক্রমণাত্তক হয়ে খেলতে থাকে নাসির। কিন্তু ১৩১ রানে ইলিয়াস সানীর বলে অতিরিক্ত খেলোয়াড় আসিফ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১১২ বলে সাজানো ১৩১ রানের ইনিংসে মোট ৯টি চার ও ৪টি ছয় মারেন। দিনের কণও আরও দশ ওভার বাকি ছিল।  নাসির আউট হয়ে গেলেও ফরহাদ রেজা ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সাথে ছিলেন সোরওয়ার্দি শুভ ছিলেন ২২ রানে। দ্বিতীয় ইনিংসে বিসিবি নর্থ জোন ৮৪ ওভার ব্যাটিং করে ৩৯৭ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস ও বিসিবি নর্থ জোনের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার কারণে ওয়ালটন সেন্ট্রাল জোনের মোহাম্মদ আশরাফুল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়। আগামী ৮ জানুয়ারী বগুড়ায় মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন। এছাড়া মিরপুরে খেলবে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়