ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশ প্রশাসনে পদোন্নতি

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১৪ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ প্রশাসনে পদোন্নতি

বাংলাদেশ পুলিশ প্রশাসনে পুলিশ সুপার থেকে ২৫ জনকে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার থেকে ৩৭ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১১ জানুয়ারি এ সংক্রান্ত ফাইলে সাক্ষর করেন প্রধানমন্ত্রী। পদোন্নতি প্রাপ্তদের শিগগির পরবর্তী কর্মস্থলে পদায়ন করা হবে।

তারা হলেন ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মোশারফ হোসেন; ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোঃ মতিউর রহমান শেখ; রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার মো: গোলাম রসুল; ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মো: ফিরোজ আল মুজাহিদ খান; ঢাকা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো: মোখলেছুর রহমান; ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোঃ শাহ আলম; দিনাজপুরের পুলিশ সুপার মোঃ ময়নুল ইসলাম; ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি আবু হাসান মুহম্মদ তারিক; চট্টগ্রাম সিএমপি’ উপ-পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, পিপিএম, সেবা; ময়মনসিংহের পুলিশ সুপার গোলাম কিবরিয়া; সিলেট ৮ম এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) ড. হাসান-উল-হায়দার; সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির; ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোঃ মাহবুব আলম, পিপিএম; মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: শাহাবুদ্দিন খান, বিপিএম; নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান; কুমিল্লার পুলিশ সুপার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম, সেবা; ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার ড. এ এফ এম মাসুম রব্বানী; ঢাকা ৭ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) হাসিব আজিজ; সিলেটের পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন; কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম; বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম; ঢাকা ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ; মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া; পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন এবং খুলনা কেএমপি’র উপ-পুলিশ কমিশনার জি এম আজিজুর রহমান।
এছাড়া বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৭ জন কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্ব) এ কে এম নাহিদুল ইসলাম; ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার (চলতি দায়িত্ব) বেগম শামীমা ইয়াসমিন; ঢাকা ৫ম এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোয়াজ্জেম হোসেন; ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মোঃ আশিক সাঈদ; বরিশাল বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) টি এম মোজাহিদুল ইসলাম; পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ; নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মুঃ মাহবুবুর রশীদ; ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান; মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খোঃ ফরিদুল ইসলাম; ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, পিপিএম; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন; ঢাকা পুলিশ ¯টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মাসুদ করিম; রংপুর পিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান; ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (চলতি দায়িত্ব) বেগম রেবেকা সুলতানা; ঢাকা ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) বেগম কানিজ ফাতেমা; ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার বেগম সুলতানা নাজমা হোসেন; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেগম ফরিদা ইয়াসমিন; জয়পুরহাটের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) মোঃ হামিদুল আলম; ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী; বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: হুমায়ুন কবীর; রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান; ঢাকা ১ম এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিহার রঞ্জন হাওলাদার; চট্টগ্রাম ৯ম এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার, চলতি দায়িত্ব) আব্দুর রহিম শাহ চৌধুরী; ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (চলতি দায়িত্ব) সঞ্চয় কুমার কুণ্ডু; ঢাকা ৭ম এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আরেফ, পিপিএম; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নিজামুল হক মোল্যা; রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম এমরান হোসেন; ঢাকা সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন; র‌্যাবের উপপরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) (বর্তমানে মিশন হতে প্রত্যাগত এবং ২৩ ডিসেম্বর, ২০১২ তারিখ হতে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত) খান মুহাম্মদ রেজোয়ান; চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমির জাফর, ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ রফিকুল ইসলাম; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা; ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মারুফ হোসেন সরদার এবং ঢাকা ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। আরবিডি/এএম/-১৪/০১/২০১৩

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়