ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শীতার্ত মানুষের পাশে ওয়ালটন

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ১৪ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতার্ত মানুষের পাশে ওয়ালটন

রাইজিংবিডি২৪.কম:

দেশজুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ। রাস্তায় জুবুথুবু মানুষ। প্রকৃতির এ বৈরি আচরণের শিকার হচ্ছেন দেশের দরিদ্র শ্রেনীর মানুষ। এ অবস্থায় এগিয়ে এসেছে ওয়ালটন। গতকাল বৃহস্পতিবার থেকে ওয়ালটনের উদ্যোগে দেশের উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এ কর্মসূচি চলবে আরো কয়েকদিন।

‘শীতার্ত মানুষের পাশে আমরা’ শ্লোগান নিয়ে ওয়ালটনের স্থানীয় বিক্রয় শাখার কর্মকর্তা কর্মচারিদের নেয়া এ কর্মসূচির প্রথম দিনে রংপুরের গঙ্গাচড়া এলাকায় শীতপীড়িত ছিন্নমুল মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামি কয়েকদিনে দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ করবে ওয়ালটন।

আর. বি. গ্রুপের (ওয়ালটন) নীতি ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান জানান, চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন এলাকায় ছিন্নমুলসহ গরীব দুস্থ মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। গরম কাপড় নিয়ে ওয়ালটন কর্মিরা এসব মানুষের পাশে দাড়িয়েছে। শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানসহ সব সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়