ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমান তালেই লড়ছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমান তালেই লড়ছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা

গলে: সিরিজের প্রথম টেস্টে সমান তালেই লড়ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যন্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২২১ রানের জবাবে ২৪৭ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৫ রান।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৫/১ (১০ ওভার), প্রথম ইনিংস: ২২১
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৪৭  (৮০.২ ওভার)

গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে আগের দিনের ১ উইকেটে ৯ রানের সংগ্রহ নিয়ে ফের ব্যাটিংয়ে যায় স্বাগতিকরা। রোববার সকালটা সুবিধের হয়নি স্বাগতিকদের। টিম সাউদি ও জিতেন প্যাটেলদের মারাত্মক বোলিংয়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। একে একে সাজঘরে ফেরেন থারাঙ্গা পারানাভিতানা (০), সুরাজ রনদ্বিপ (৯), কুমার সাঙ্গাকারা (৫), থিলান সামারাবীরা (১৭)। তবে ষষ্ঠ উইকেটে ১৫৬ রানের জুটি গড়ে দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। দলীয় ২০৬ রানে ম্যাথুসকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙ্গেন জেমস ফ্রাঙ্কলিন। নয় রান যোগ হতেই জয়াবর্ধনেও সাজঘরে ফিরলে বেশিদূর এগোয়নি লঙ্কান ইনিংস।

১৭৬ বলে ১১টি চার ও এক ছয়ে ৯১ রান করেন জয়াবর্ধনে। অন্যদিকে ম্যাথুস ১৫৪ বলে ১২টি চার ও এক ছয়ে করেছেন ৭৯ রান।

৪৬ রানে চার উইকেট নিয়ে লঙ্কান ইনিংসে ধ্বস নামান টিম সাউদি। এছাড়া জিতেন প্যাটেল তিনটি এবং ট্রেন্ট বোল্ট দুই উইকেট পেয়েছেন।

দ্বিতীয় ইনিংসে দলীয় ১৮ রানে ব্রেন্ডন ম্যাককুলামের (১৩) উইকেট হারায় নিউজিল্যান্ড। দিন শেষে লঙ্কানদের চেয়ে ৯ রানে এগিয়ে সফরকারীরা। ১৩ রানে ব্যাট করছেন মার্টিন গাপটিল। অপরপ্রান্তে রয়েছেন কেন উইলিয়ামসন (৯)।

একমাত্র উইকেটটি নিয়েছেন রঙ্গনা হেরাথ।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়