ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন এফএলএস সুবিধাভোগীরা

সিনিয়র করেসপন্ডেন্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন এফএলএস সুবিধাভোগীরা

ঢাকা: সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য নিরাপত্তা ও জীবিকায় প্রকল্পের (এফএলএস) সুবিধাভোগীরা দশ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। তাদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বোরববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সহায়তার অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অতিদরিদ্র নারী ও প্রান্তিক বর্গাচাষীরা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ড অথবা এফএলএস কার্ডেও মাধ্যমে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। এসব হিসাবে ন্যূনতম স্থিতি রাখা অথবা কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না।

অন্যদিকে, পর্যাপ্ত চেক বই না থাকলে ভাউচারের মাধ্যমে এসব হিসেবে লেনদেন করা যাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়