ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্পেকট্রামের দাম কম হওয়া উচিত: সুভি লিন্ডেন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
স্পেকট্রামের দাম কম হওয়া উচিত: সুভি লিন্ডেন

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

নিলামে স্পেকট্রামের দাম কম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) স্পেশাল এনভয় অব দি ব্রডব্যান্ড কমিনিউকেশন ফর ডিজিটাল ডেভেলপমেন্ট’র সুভি লিন্ডেন।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (এমটব) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশে মোবাইলে থ্রিজি সেবা সম্প্রসারণে আগামী বছর স্পেকট্রামের যে নিলাম ডাকবে সরকার, তার মূল্য কম নির্ধারণ করা উচিত।”

উল্লেখ্য,মোবাইলে থ্রিজি সেবা সম্প্রসারণে আগামী বছরের শুরুতে স্পেকট্রামের নিলাম ডাকার কথা রয়েছে সরকারের।

প্রসঙ্গক্রমে তিনি বলেন,“আগামী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০ শতাংশে উন্নীত হওয়া উচিত এবং সকলেরই ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রবেশের সুযোগ থাকা উচিত।”

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেন,“এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। তবে এটা বাস্তবায়ন করা কঠিন। সরকার যদি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগুতে পারে কেবল তাহলেই এটি বাস্তবায়ন করা সম্ভব।”

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়